ফরিদগঞ্জের মুন্সীরহাট আই এইচ ইসলামিয়া আলিম মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
১৩ জুন সোমবার সকালে মাদ্রাসা মাঠে উক্ত মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোরশেদ আলমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক (গনিত) আবু নোমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি আনোয়ার হোসেন মুন্সী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজনীতিবিদ ও সমাজ সেবক এস. এম জসিম উদ্দিন আনসারী মিন্টু, মাদ্রাসার সহকারী অধ্যাপক কামরুজ্জামান, মুন্সীরহাট জি এন্ড এ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, প্রাক্তন প্রধান শিক্ষক সামছুল আমিন।
এ সময় উপস্থিত ছিলেন, মাদ্রাসার দাতা সদস্য মো. মোশারফ হোসেন, অভিভাবক সদস্য মো. মফিজুল ইসলাম, মো. রুহুল আমিন মুন্সি, মো. শফিকুর রহমান, সেলিম মজুমদার, প্রভাষক (আরবি) মাওলানা মাহবুবুর রহমান, (ইংরেজি) হাছান মাহমুদ, (বাংলা) আবু ইউছুফ খানসহ মাদ্রাসার-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, আলহাজ্ব মাওলানা আবু হানিফ।
প্রতিবেদক: শিমুল হাছান, ১৩ জুন ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur