চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পি বি জিএস আই স্কিম এর আওতায় বরাদ্দকৃত তহবিল থেকে পাঁচ লক্ষ টাকা সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের সহায়তা ব্যয় ও স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গত ১৩ আগস্ট বিকেল ৪ টায় বিদ্যালয় মাঠে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মোস্তফা কামাল রনির সভাপতিত্বে বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মোঃ কামাল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংসদ সদস্য চাঁদপুর- ২ অ্যাডভোকেট রুহুল আমিন রুহুল এমপি,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বি এইচ এম কবির আহম্মেদ, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম,চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ রিয়াদুল আলম রিয়াদ, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগ সভাপতি কাওসার আলম পান্না,বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মাসুদ রানা,জহিরুল ইসলাম গাজি,ওয়ার্ড যুব লীগের সাধারন সম্পাদক শাহাজালাল পাটোয়ারি, ছাত্র ছাত্রী দের পক্ষে বক্তব্য রাখেন উম্মেহানি কনা , মশিউর রহমান মান্না ।
কোরআন তেলোওয়াত করেন ১০ শ্রেণীর ছাত্র মোঃরাকিবুল হাসান। শুভেচ্ছা বক্তব্য রাখেনবিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাখাওয়াত উল্যাহ। এ সময় উপস্থিত ছিলেনসাবেক মতলব থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন,৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃসাইফুল ইসলাম মোহন,ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ কবির হোসেন প্রধান প্রমুখ।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১৩ আগস্ট ২০২৩