বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সুষ্ঠ ও শান্তিপূর্ন পরিবেশে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
গত ২৯ নভেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ১হাজার ৪১ জন ভোটারের মধ্যে ৮শত ৪১জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে।
সাধারণ অভিভাবক সদস্য পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করে নির্বাচিত হয়েছেন ৪জন। ৫১৭ ভোট পেয়ে প্রথম হয়েছেন মাহবুব হোসেন মুন্না, ৪৯৭ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন মো হুমায়ুন কবির প্রধানীয়া, ৩৭০ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন বর্তমান সদস্য মো মাসুদ রানা, ৩৪৪ ভোট পেয়ে চতৃর্থ হয়েছেন মো: মোস্তফা গাজী। সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে ৩৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ফরিদা ইয়াছমিন তার নিকটতম প্রতিদ্ধন্ধী হাজেরা বেগম ভোট পেয়েছেন ৩৭৬। এ ছাড়া দাতা সদস্য নির্বাচিত হয়েছেন মতলব পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো: জাকির হোসেন সরকার।
শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন কামরুল হাসান জলিল, সফিকুল ইসলাম, ও মহিলা শিক্ষিকা সায়েরা আক্তার। নির্বাচনের ফলাফল ঘোষনা করেন উপজেলা মাধমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার মো: আবদুর রহিম খান। এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো : জহিরুল ইসলাম হাজরা, প্রধান শিক্ষক মোহাম্মদ কবির হোসেন, উপস্থিত ছিলেন। নির্বাচিত কমিটির সকল সদস্যদেরকে অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো : জহিরুল ইসলাম হাজরা।