চাঁদপুর

শহীদ বুদ্ধিজীবী দিবসে চাঁদপুর জেলা আওয়ামী লীগের আলোচনা সভা

চাঁদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শুক্রবার(১৪ ডিসেম্বর) সন্ধ্যায় এ উপলক্ষে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখের জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ।

তিনি তাঁর বক্তব্যে বলেন স্বাধীনতার উষা লগ্নে বাংলার বীর সন্তানদের হত্যা করে পাক বাহিনী তাদের দোসর রাজাকারদের সাথে নিয়ে। বাংলাদেশকে মেধা শূন্য করতে শিক্ষক ও সাংবাদিকদের নির্মম ভাবে হত্যা করা হয়েছে। ১৪ তারিখ রাতে এক হাজারেরও বেশী বুদ্ধিজীবী তারা হত্যা করে। স্বাধীনতার পরাজিত শক্তি কখনো থেমে থাকেনি। তারা স্বাধীনতার কয়েক বছর পর জাতির জনককে তারা স্বপরিবারে হত্যা করে।

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহীর হোসেন পাটওয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সহ সভাপতি সন্তোষ কুমার দাশ, সিনিয়র যুগ্ম সম্পাদক আহসান উল্লাহ আখন্দ, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অধ্যাপিকা মাসুদা নূর খান, জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ মিজানুর রহমান কালু ভূঁইয়া, জেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিল্লাল আখন্দ, আব্দুর রশিদ সর্দার, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, কৃষি বিষয়ক সম্পাদক অজয় কুমার রভৗমিক, দপ্তর সম্পাদক শাহআলম মিয়া, সহ দপ্তর সম্পাদক অ্যাড. রনজিত রায় চৌধুরী।

তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, প্রচার সম্পাদক বাচ্চু পাটোয়ারী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন ভূঁইয়া, সদস্য বদিউজ্জামান কিরণ, সাইয়েদুল ইসলাম বাবু, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রতিবেদক:শরীফুল ইসলাম
১৪ ডিসেম্বর,২০১৮

Share