নদীভাঙন হুমকির পরও তীরেই নির্মাণ হচ্ছে মুজিব কিল্লার কাজ

লালমনিরহাটের সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের দ্বীপচর ফলিমারীতে গত বছর শুরু হয় মুজিব কিল্লার নির্মাণকাজ। ফেব্রুয়ারিতে শুরুর পর নদীভাঙনের হুমকিতে আগস্টে বন্ধ হয়ে যায় এর নির্মাণকাজ।

ধরলার ভাঙন কবলিত জায়গা থেকে মাত্র ৯০ মিটার দূরত্বে নির্মাণকাজ শুরু হওয়ায় ভাঙন ঝুঁকিতেই ছিল প্রকল্পটি। তারপরও সেখানেই কিল্লার কাজ শুরু হয়। ভাঙন কবলিত এলাকা থেকে দূরবর্তী জায়গায় করা হলে কিল্লার সুফল পেতেন স্থানীয়রা ।

নদীর ভাঙন এখন প্রায় ১৮-২০ মিটার দূরত্বে চলে আসায় কিল্লা নিয়ে শঙ্কায় দ্বীপচরের শতাধিক পরিবার।

উপজেলা প্রশাসন সূত্র জানায়,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ২ কোটি ৮ লাখ ৫ হাজার ৫৯০ টাকা ব্যয়ে মুজিব কিল্লাটির নির্মাণ শুরু হয় গেল বছর ১৮ ফেব্রুয়ারি। কাজ শেষ হওয়ার কথা ছিল ওই বছরের ১৭ আগস্ট।

তবে এখন পর্যন্ত কিল্লার ৭০ % কাজ শেষ হয়েছে এবং ঠিকাদারেরা পুরো কাজের ৬৮ শতাংশ বিলও তুলে নিয়েছে। কাজ বন্ধ হয়ে যাওয়ায় সরিয়ে নিয়েছে নির্মাণ সামগ্রীও।

মুজিব কিল্লাটি নির্মাণে জায়গা নির্বাচনে ভুল ছিল অভিযোগ করে স্থানীয়রা বলছেন নদীভাঙন এলাকা থেকে দূরে নির্মাণ করা হলে তারা এই ভোগান্তিতে পড়তেন না।

লালমনিরহাট সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশিউর রহমান বলেন,‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী কিল্লাটির নির্মাণকাজ ২০১৬ সালের নকশা মোতাবেক স্থানে শুরু করা হয়েছিল। এখন বন্ধ আছে। প্রকল্পটি সরাসরি ঢাকা থেকে নিয়ন্ত্রণ করা হয়। আমরা সেসময় জায়গা বদলের কথা বলেছিলাম কিন্তু তা কর্ণপাত করা হয়নি। এখন নদীভাঙন আরও এগিয়ে এসেছে। নির্মাণাধীন মুজিব কিল্লাটি টেকানো মুশকিল হয়ে উঠেছে।’

লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা মাসুম বলেন,‘নদীভাঙন রোধ ছাড়া নির্মাণাধীন মুজিব কিল্লা রক্ষা করা সম্ভব নয়। এ ব্যাপারে প্রকল্পের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে যোগাযোগ করছেন।’

৩ এপ্রিল ২০২২
এজি

Share