Home / চাঁদপুর / চাঁদপুর সরকারি কলেজে মুজিববর্ষ উপলক্ষে শীর্ষক সেমিনার আজ
মুজিব শতবর্ষ

চাঁদপুর সরকারি কলেজে মুজিববর্ষ উপলক্ষে শীর্ষক সেমিনার আজ

আজ বৃহস্পতিবার চাঁদপুর সরকারি কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন ও কর্মধারা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।

চাঁদপুর সরকারি কলেজ সমাজকর্ম বিভাগের উদ্যোগে কলেজ মিলনায়তনে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন।

অনুষ্ঠানে সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার।

অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করবেন বিশিষ্ট লেখক ও গভেষক প্রফেসর সৈয়দ শওকতুজ্জামান। সেমিনারে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সাবেক অতিরিক্ত সচিব ও রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকার বর্তমান রেজিস্ট্রার ড. মো. আব্দুল হক তালুকদার।

প্রসঙ্গত, একই দিন কলেজ মিলনায়তনে চাঁদপুর সরকারি কলেজ সমাজকর্ম বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের অনার্স কোর্স সমাপনী ও স্মরণিকার মোড়ক উন্মোচন করা হবে।

শরীফুল ইসলাম