ফরিদগঞ্জ

মুজিববর্ষ উদযাপনে ফরিদগঞ্জ ইউএনও কার্যালয়ে প্রস্তুতি সভা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে ১৫মার্চ রোববার চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সরকারের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরির সভাপতিত্বে সভায় উপজেলার বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনায় বলা হয়, সম্প্রতি বাংলাদেশে ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় সরকার জনগণকে ব্যাপক জনসমাগমে নিরুৎসাহিত করার অংশ হিসেবে আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপনের লক্ষ্যে ইতিপূর্বে গৃহীত সিদ্ধান্ত কর্মসূচী সংক্ষিপ্ত করে পুনরায় কর্মসূচী প্রনয়ন করেছেন। তাই ফরিদগঞ্জেও সে নির্দেশনা অনুযায়ী কর্মসূচি পালিত হবে।

এসময় উপজেলা সহকারী (ভূমী) শারমিন আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আশরাফ চৌধুরী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জ্যোতিময় ভৌমিক, থানার ওসি আব্দুর রকিব, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইব্রাহীম মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান, সমাজ সেবা কর্মকর্তা উপজেলা, বিআরডিবির কর্মকতা মোঃ কাউছার আহাম্মেদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা সহিদুল্লা, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল উদ্দীন, প্রেসক্লাবের সভাপতি এম,কে মানিক পাঠান, দেলোয়ার হোসেন বেলাল প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক : শিমুল হাছান, ১৫ মার্চ ২০২০

Share