Sunday, 17 May, 2015 2:39:49 PM
ঢাকা করেসপন্ডেন্ট, ঢাকা :
মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের আপিল শুনানি ৫ম দিনের মতো শেষ হয়েছে।
রবিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৪ বিচারপতির বেঞ্চে আপিল শুনানি অনুষ্ঠিত হয়। বেঞ্চের অপর ৩ সদস্য হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
আপিল শুনানি শেষে আগামীকাল সোমবার আপিলের পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।
আদালতে মুজাহিদের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট এস এম শাহজাহান। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট শিশর মনির। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এর আগে চলতি বছরের ২৯ এপ্রিল এবং ৪, ৫ ও ৬ মে মুজাহিদের আপিল শুনানি অনুষ্ঠিত হয়। ২০১৩ সালের ১১ আগস্ট মৃত্যুদন্ডের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেন মুজাহিদ।
এর আগে ২০১৩ সালের ১৭ জুলাই মুজাহিদের বিরুদ্ধে আনীত রাষ্ট্রপক্ষের ৭টি অভিযোগের মধ্যে ৫টি অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদন্ডাদেশ দেন ট্রাবুনাল।
চাঁদপুর টাইমস/ প্রতিনিধি/ এএস/ডিএইচ/২০১৫।