Home / লাইফস্টাইল / মুখের কালো দাগ দূরের উপায়
মুখের কালো দাগ দূরের উপায়

মুখের কালো দাগ দূরের উপায়

‎Tuesday, ‎April ‎28, ‎2015 07:58:37 PM

লাইফস্টাইল প্রতিবেদক :

মানুষের শরীরের সবচাইতে সুন্দর অঙ্গ হচ্ছে মুখ। আর এ সুন্দর মুখে যেন কোনো কালো দাগ না পড়ে সে জন্য চেষ্টার কোনো শেষ থাকে না। কারণ কালো দাগ অনেক ক্ষেত্রেই অস্বস্তির কারণ হয়ে যায়। আবার সৌন্দর্য নষ্টের প্রধান কারণও এটি। তবে খুব সহজ কিছু উপায় রয়েছে যা নিয়ম মেনে করলে দ্রুত উপকার পাওয়া যাবে। তাহলে জেনে নেওয়া যাক সেই সহজ উপায়গুলো।

২ চামচ বেসন, ১ চিমটে হলুদ গুঁড়ো, ১ চামচ চন্দন গুঁড়ো এবং ১ চামচ কমলার খোসা বাটা একসঙ্গে মিশিয়ে পেষ্ট তৈরি করুন। এবার এটা মুখে, ঘাড়ে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট রাখুন। এরপর পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

একটি ছোট আকারের আপেল কেটে এটা মুখে, ঘাড়ে, গলায় লাগান। এরপর ১০ মিনিট পর ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২- ৩ বার এটি ব্যবহার করুন।

আপেল ও কমলার খোসা বাটার সঙ্গে কাঁচা দুধ, ডিমের সাদা অংশ ও কমলা রস মেশান। এবার এই মিশ্রণটা ২৫ থেকে ৩০ মিনিট ত্বকে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।

প্রতিদিন এই নিয়ম করে এগুলো ব্যবহার করলে অবশ্যই আপনার মুখের কালো দাগ দূর হয়ে যাবে।

এমআরআর/2015

নিয়মিত আপনার ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : https://www.facebook.com/chandpurtimesonline/likes