বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আজ সোমবার সন্ধ্যার দিকে কারাগার কর্তৃপক্ষ বিষয়টি জানিয়েছে।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, কারাগার থেকে ছাড়া পেয়ে রিজভী মাত্রই ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। আজ রাত ৯টার পর তিনি খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন।
কাশিমপুর কারাগার-২-এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানান, দুপুরে রিজভীর জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। পরে যাচাই-বাছাই শেষে সন্ধ্যা ৫টা ৫ মিনিটে কারাগার থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়। এ সময় তার স্ত্রী ও স্বজনরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক || আপডেট: ০৯:৪০ পিএম, ০৭ ডিসেম্বর ২০১৫, সোমবার
এমআরআর