Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ফরিদগঞ্জ শাখার নতুন কমিটি
মুক্তিযোদ্ধা

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ফরিদগঞ্জ শাখার নতুন কমিটি

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনে সর্বসম্মতিক্রমে জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিটু সভাপতি ও সাধারণ সম্পাদক শাহ আলম শেখকে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে আনুষ্ঠানিক ভাবে ৬১ সদস্য বিশিস্ট নতুন কমিটির ঘোষণা করা হবে বলে জানান হয়।

৪ সেপ্টেম্বর শনিবার বিকালে ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমাণ্ড কাউন্সিলের আহ্বায়ক আবু নাছের বাচ্চু।

সংগঠনের ফরিদগঞ্জ শাখার আহ্বায়ক মশিউর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহ আলম শেখের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংসদের সদস্য সাইফুল ইসলাম সেন্টু, ফয়হাদ হোসেন ফয়সাল, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, চাঁদপুর জেলা সংসদের যুগ্মআহ্বায়ক জহিরুল ইসলাম চৌধুরী, যুগ্মসদস্য সচিব সজিব রেবেকা সুলতাানা মুন্না, সদস্য মঞ্জুর মোরশেদ আহমেদ, জহিরুল ইসলাম নয়ন।

এসময় বক্তারা বলেন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি বাংলাদেশ নামক একটি স্বাধীন দেশ, পেয়েছি লাল সবুজের পতাকা। আমাদের নতুন প্রজন্মের কাছে মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা জানাতে এই কমিটি কমিটি সর্বদাই কাছ করে যাবে বলে আশাবাদ।

এছাড়া অতিথি হিসেবে স্থানীয় সরকার বিভাগের উপসচিব ও মুক্তিযোদ্ধার সন্তান মো: হাবিবুর রহমান, ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমাণ্ডার সহিদ উল্ল্যা তপাদার, উপজেলা আওয়ামীলীগের যুন্ম-সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা, আরিফুর রহমান আজাদ, জেলা পরিষদের সদস্য ও পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রিপন প্রমুখ।

আলোচনা শেষে কেন্দ্রীয় কমিটির সর্বসম্মতিক্রমে নতুন কমিটির ঘোষনা দেন।

প্রতিবেদক: শিমুল হাছান