চট্টগ্রামের বাশখালিতে মুক্তিযোদ্ধা সমাবেশে হামলার প্রতিবাদে কুমিল্লায় মানব বন্ধন করেছে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কুমিল্লা মহানগর শাখা। ৩০ আগস্ট রোববার দুপুরে নগরীর টাউনহল গেইটের সামনে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কুমিল্লা মহানগর শাখা শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।
এসময় বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সফিউল আহমেদ বাবুল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব মো: আনোয়ার হোসেন, কাজী সায়েম, সুমন কবির, সাইফুল ইসলামসহ অন্যান্যরা।
বক্ত্যরা সমাবেশে হামলার নির্দেশদাতা মোস্তাফিজুর রহমান এমপির সংসদ সদস্য পদ বাতিল, জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি করেন।
এ সময় বক্ত্যরা দেশের সকল মুক্তিযোদ্ধাদের নিরাপত্তা প্রদানের দাবি করেন।
এর আগে শনিবার দুপুরে নগরীর নগরীরর গোয়ালপট্টিতে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে একই দাবিতে মানববন্ধন করে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সন্তানরা।
চট্টগ্রামের বাঁশখালীতে বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদকারী শহীদ মৌলভী সৈয়দের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা ডা. আলী আশরাফকে রাষ্ট্রীয় সম্মাননা না দেওয়া, মুক্তিযোদ্ধাদের নিয়ে সংসদ সদস্যের অবমাননাকর মন্তব্য এবং এবং বাশখালিতে মুক্তিযোদ্ধাদের সমাবেশে হামলার প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
প্রতিবেদক : জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা ব্যুরো: ৩০ আগস্ট ২০২০