মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়েছে। ৬ এপ্রিল বৃহষ্পতিবার দুপুরে চাঁদপৃুরের ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে উপজেলা নিবার্হী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) আজিজুন্নাহার’র থেকে পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদের বর্তমান কমাণ্ডার সহিদ উল্ল্যা তপদার- সরোয়ার হোসেন প্যানেল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সহিদ উল্ল্যা তপাদার, সরোয়ার হোসেন, ছফর আলী, আবুল কালাম, গোলাম মোস্তফা, নজির আহমদ খান, মোহাম্মদ উল্ল্যা তালুকদার, বাচ্চু মিয়া ভাসানী,আতিকুর রহমান ও শাহজাহান খান।
প্রতিবেদক: শিমুল হাছান, ৬ এপ্রিল ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur