চাঁদপুর কচুয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন শনিবার (২২ জুলাই) সকালে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
এতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি প্রধান অতিথি হয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে ভবনের উদ্বোধন করেন।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে (এলজিইডি) দু’কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে কচুয়া পৌরসভার পল্টনে ময়দান সংলগ্ন পশ্চিম পাশের্^ তিনতলা বিশিষ্ট অত্যাধুনিক মুক্তিযোদ্ধা ভবন নির্মাণ করা হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলহাজ্ব জাবের মিয়ার সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সন্তোষ চন্দ্র সেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. ইলিয়াছ মোরশেদ, কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায়ক ফারুখ আহমেদ, চাঁদপুর জেলা নির্বাহী প্রকৌশলী জিএম মজিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা আফরোজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেব চৌধুরী সোহাগ, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দিন, উপজেলা প্রকৌশলী হারুন অর রশীদ, পৌর মেয়র নাজমূল আলম স্বপন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা শহীদ প্রমূখ।
প্রতিবেদক : জিসান আহমেদ নান্নু, কচুায়া
: আপডেট, বাংলাদেশ সময় ০৯ : ৫৩ পিএম, ২২ জুলাই ২০১৭, শনিবার
এইউ