মুক্তিযোদ্ধা আ. মান্নান চাপরাশিকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

চাঁদপুরের মধ্যগুনরাজদী এলাকার মুক্তিযোদ্ধা আ. মান্নান চাপরাশির জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শনিবার (২৩ জুলাই) দুপুরে সম্পন্ন হয়েছে।

একই দিন ভোর সাড়ে ৪ টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না….রাজেউন )। দীর্ঘদিন থেকে তিনি ক্যান্সারে ভুগছিলেন ।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬২ বছর। মৃত্যুর সময় স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলেসহ অসংখ্য আত্বীয়-স্বজন ও শুভাকাঙ্গি রেখে যান । তিনি চাঁদপুর সিএসডি গোডাউনের শ্রমিক সর্দারের দায়িত্ব পালন করেন ।

নতুনবাজার হেদায়েতউল্লা কোম্পানী জামে মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অনার দেয়া হয়। গার্ড অব অনারের দায়িত্বে ছিলেন চাঁদপুর মডেল থানার ওসি তদন্ত মোহাম্মদ মহিউদ্দিন মিয়া।

জানাজায় ইমামতি করেন মাওলানা আব্দুল হামিদ। পরে মরহুমের বাড়ি প্রাঙ্গনে ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

প্রথম জানাজা পূর্বে বক্তব্য রাখেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল কালাম মো. শামসুল আলম চিশতী, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তাফাজ¦ল হোসেন এসডু পাটওয়ারী।

জানাজায় অংশ নেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকতা মোঃ মোস্তফা কামাল, ক্রীড়া সংগঠক আলহাজ¦ ওমর পাটওয়ারী, নান্নু হাওলাদার ,আমির ভুইয়া,শেখ মিজানুর রহমান, জেলা স্কাউটের সহকারী কমিশনার রফিকউল্লা, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সফিকুর রহমান, সহকারী কমান্ডার আ. মান্নান মিজি, আ. রশিদ খান, সুলতান আহমেদ মিয়াজীসহ অন্যান্য ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ।

About The Author

প্রতিবেদক- আশিক বিন রহিম
Share