চাঁদপুরের কচুয়া উপজেলার যুদ্ধকালীন কমান্ডার, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাবেক সভাপতি, সাদা মনের মানুষ ও পালাখাল ছালেহিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবদুর রশীদ পাঠানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বুধবার পালাখাল ছালেহিয়া আলিম মাদ্রাসার সম্মেলন কক্ষে দোয়া মিলাদ ও কবর জিয়ারত শেষে মুক্তিযুদ্ধ ও তাঁর কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারন অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা আ: রাজ্জাক আনোয়ারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আ: মবিন, ডেপুটি কমান্ডার জাবের মিয়া, সহকারি কমান্ডার সালাউদ্দিন মানিক, পালাখাল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: মিজানুর রহমান, মরহুমের সন্তান আইডিয়াল ফাইবার ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর চেয়ারম্যান রাকিবুল হাসান জেমস, মাদ্রাসার সহকারি শিক্ষক মাওলানা আ: কুদ্দুছ খান, কচুয়া বার্তার সম্পাদক মো: আলমগীর তালুকদার, সাপ্তাহিক শিকড় সংবাদের সম্পাদক জিসান আহমেদ নান্নু, ফাতেমা আইডিয়েল কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক মো. কবির হোসেন, সহকারি শিক্ষক মো. মাহবুব আলম, সমাজ সেবক মো. মিজানুর রহমান ও মাদ্রাসার ছাত্র মুক্তার হোসেনসহ আরো অনেকে।
স্মৃতিচারণ শেষে দোয়া মিলাদ পরিচালনা করেন মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম মো. দেলোয়ার হোসেন ভূইয়া। এসময় মাদ্রাসার শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু, ২৩ অক্টোবর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur