Home / উপজেলা সংবাদ / হাইমচর / মুক্তিযোদ্ধারা দেশের গর্বিত সন্তান : ডা. দীপু মনি
Dipu Moni
ডা. দীপু মনি (ফাইল ছবি)

মুক্তিযোদ্ধারা দেশের গর্বিত সন্তান : ডা. দীপু মনি

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, ‘জননেত্রী শেখহাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে। কোন অপশক্তি এ উন্নয়নকে বাঁধাগ্রস্থ করতে পারবে না। মুক্তিযোদ্ধারা দেশের গর্বিত সন্তান। আওয়ামী লীগ সরকারের আমলেই মুক্তিযোদ্ধাসহ ৩০ লাখ শহীদ মা’ বোনদের মূল্যায়ন করা হয়।’

বুধবার (২১ ডিসম্বর) দুপুর ১২ টায় হাইমচর উপজেলা সদর আলগী বাজার দূর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে চাঁদপুরের হাইমচর উপজেলার সামাজিক সাংস্কৃকিত সংগঠন প্রজম্ম বাংলাদেশের আয়োজনে ১১ দিনব্যাপি অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে সবাইকে বঙ্গবন্ধুর দেখানো পথে এগিয়ে যেয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিজয় মেলা যেন হাইমচরবাসীর মিলন মেলায় পরিণত হয় সে দিকে মেলা কর্তৃপক্ষকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এ বিজয় মেলার মাধ্যমে মুক্তিযোদ্ধের ইতিহাস ঐতিহ্য ও চেতনা সবার মাঝে জাগ্রত করে তুলতে হবে।’

১১ দিন ব্যাপী বিজয় মেলায় প্রজম্ম বাংলাদেশ হাইমচর এর সভাপতি মোঃ শাহনেওয়াজ টেলুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন বেপারীর পরিচলনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুর হোসেন পাটওয়ারী, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক মন্টু পাটওয়ারী, উপজেলা নির্বাহি কমকর্তা উদয়ন দেওয়ান, হাইমচর থানা অফিসার ইনচার্জ সৈয়দ মাহবুবুর রহমান, চাঁদপুর মডেল থানা অফিসার ইনচার্জ ওয়ালি উল্লাহ অলি। এসময় আরও বক্তব্য রাখেন হাইমচর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এম এ মান্নান, মেলা কমিটির পক্ষে মোঃ ফখরুদ্দিন আলি আহমেদপ্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম কবির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার শেফালি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সন্তোষ কুমার মজুমদার, আয়োজক কমিটির সহ-সভাপতি সরদার আবু তাহের, কোষাদক্ষ মামুন খানসহ আয়োজক কমিটির নেতৃবৃন্দ।

প্রতিবেদক- বিএম ইসমাইল
: আপডেট, বাংলাদেশ সম ০৯: ৪০ পিএম, ২১ ডিসেম্বর ২০১৬, বুধবার
ডিএইচ

Leave a Reply