চাঁদপুরে মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই কমিটির সভা

চাঁদপুর সদর উপজেলায় মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুন সোমবার সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত উপজেলা পরিষদের মিলনায়তনে (জামুকা কর্তৃক প্রেরিত) ক’ তালিকা ভুক্ত সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাচাই কমিটির প্রথম সভা সম্পন্ন হয়েছে।

জামুকা কতৃক প্রেরিত ক”তালিকা ভুক্ত সদর উপজেলার মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন যাচাই-বাছাই কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, কমিটির সদস্য সচিব উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহানাজ,উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ জামাল হোসেন, উপজেলা পরিষদের সিএ মোঃ দিদার হোসেন ও ইউনিয়ন সমাজ কর্মী মোঃ রবিউল ইসলাম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা।

উল্লেখ্য,সদর উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির প্রথম ধাপে ক”তালিকার (১- ৮৫) জন বীর মুক্তিযোদ্ধার মধ্যে উপস্থিত ছিলো ৫২ জন এবং অনুপস্থিতি ছিলো ৩৩ জন।

মঙ্গলবার ২য় ধাপে সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চলবে (৮৬- ১৭৩) জন মুক্তিযোদ্ধার যাচাই-বাছাই কার্যক্রম চলবে।

স্টাফ করেসপন্ডেট,১৪ জুন ২০২১

Share