Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিয়েছে আওয়ামী লীগ সরকার: পরিকল্পনা প্রতিমন্ত্রী
মুক্তিযোদ্ধাদের

মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিয়েছে আওয়ামী লীগ সরকার: পরিকল্পনা প্রতিমন্ত্রী

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম বলেছেন, বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিয়েছে আওয়ামীলীগ সরকার।বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আজ আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি। অতীতে বিগত সরকার আমলে মুক্তিযোদ্ধাদের ভাতা ছিল ২০০০ টাকা। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সেই বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ১২ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ২০ হাজার টাকা করা হয়েছে। তাই স্বাধীনতার চেতনার বাংলাদেশ গড়তে হলে এবং জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক মুক্ত বাংলাদেশ চাইতে হলে আওয়ামী লীগ তথা শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। অসাম্প্রসায়িক শক্তি যেন আবারও মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে মুক্তিযোদ্ধাসহ সকলকে সতর্ক থাকতে হবে।

বুধবার (২৩ আগস্ট) বেলা ১১:০০ টায় মতলব দক্ষিন উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভার্চুয়াল জুম প্লাটফরমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আকম মোজ্জাম্মেল হক এমপি। মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার রেনু দাসের সভাপতিত্বে ও মতলব পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মুকিযোদ্ধার সন্তান ফারুক আহমেদ বাদলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য এড. নুরুল আমিন রুহুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান কবির, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান, বশির উল্লাহ সরকার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান-মুবিন সুজন, উপজেলা আওয়ামী লীগ নেতা এম.এ আজিজ বাবুল, মোফাজ্জল হোসেন,মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সাইদুল্ ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ মোঃ মহিবুল্লাহ এবং মুক্তিযোদ্ধ, মুক্তিযোদ্ধা সহ সামাজিক, রাজনৈতিক , সাংবাদিক ও সুধিজন।

উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় সূত্রে জানা যায় ২ কোটি ১৮ লক্ষ ৯ হাজার ৫৬টাকা ব্যয়ে মেসার্স এ্যাপোলো ইঞ্জিনিয়ারিং এন্ড কন্সট্রাকশন্স ঠিকাদারী প্রতিষ্ঠান (তিন তলা) ভবনটি নির্মাণ করেছেন।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২৩ আগস্ট ২০২৩