চাঁদপুর

মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা প্রদান বিষয়ে চাঁদপুর জেলা কমিটির সভা

চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা প্রদান বিষয়ক জেলা কমিটির মতবিনিয়ম সভা মঙ্গলবার (২২ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো.আব্দুস সবুর মন্ডল।

মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা প্রদান বিষয়ক গৃহীত সিদ্ধান্ত ও মতামত নিয়ে আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাসুদ হোসেন।

এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল,জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এম এ ওয়াদুদ,স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা.সৈয়দা বদরুন নাহার চৌধুরী,পুলিশ সুপার কার্যালয়ের ডি আইও -২ মো.শামসুল হক,উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা।

উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকার, উপজেলা সমাজসেবা অফিসার মো.জামাল উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মো.মহিউদ্দিন,ফরিদগঞ্জ উপজেলার এসিল্যান্ড মোমেনা আক্তার,হাজীগঞ্জ উপজেলার এসিল্যান্ড শেখ ছাদেক, স্থানীয় সরকারের সহকারী পরিচালক নুশরাত শারমীন প্রমুখ।

প্রতিবেদক : শরীফুল ইসলাম
: আপডেট, বাংলাদেশ ৯ : ০০ পিএম, ২২ আগস্ট ২০১৭, মঙ্গলবার
এইউ

Share