Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের সম্মাননা
মুক্তিযোদ্ধাদের

হাইমচরে বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের সম্মাননা

মহান বিজয় দিবসে হাইমচর উপজেলা প্রশাসন আয়োজনে মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী বলেন ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ এর বিনিময়ে মহান স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে মহান বিজয় অর্জিত হয়েছে, আজ বিজয়ের সুবর্ণজয়ন্তীর এই দিনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি গভীর শ্রদ্ধা জানাই,বঙ্গবন্ধুর আহবানে মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীনতার সুফল ভোগ করছি, আমরা জনপ্রতিনিধি এবং আপনার সরকারি আমলা হয়েছেন।মুক্তিযোদ্ধারা আজীবন সম্মানের সাথে আমাদের মাঝে বেঁচে থাকবেন’।

১৬ ডিসেম্বর বৃহস্পতিবার বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, হাইমচর উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, যুবলীগ, যুবদল, হাইমচর প্রেসক্লাব, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন।

সকাল ৯ টায় দূর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে পুলিশ, আনসার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহনে শরীর চর্চা, ক্রীড়া শৈলী প্রদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী এর সভাপতিত্বে মুক্তিযুদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী, বিশেষ অতিথি বক্তব্য রাখেন হাইমচর থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান মোল্লা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন কবির প্রধানীয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার বারিক বকাউল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ডেপুটি কমান্ডার হাফিজ আহমেদ, সহকারী কমিশনার ভুমি আব্দুল্লাহ আল ফয়সাল, উপজেলা আওয়ামী লীগসহ সভাপতি সাবেক চেয়ারম্যান এম এ বাশার, সহ সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারী, হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ খুরশিদ আলম, সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান চোকদার।

প্রতিবেদক: বিএম ইসমাইল, ১৬ ডিসেম্বর ২০২১