চাঁদপুর সদর

মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন : চাঁদপুরে সরকারি বরাদ্দে বাড়ি নির্মাণ

মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। মুক্তিযোদ্ধাদের কল্যাণে বর্তমান সরকারও আন্তরিক। সেই লক্ষ্যে সরকার ঘোষিত মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনে বাড়ি নির্মাণ করে দেয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ ধারাবাহিকতায় চাঁদপুর সদর উপজেলায় ৬টি ঘর নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। প্রতিটি ঘর বাবদ ৯ লাখ টাকা প্রদান করবে সরকার।

বৃহস্পতিবার চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের মৈশাদী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম হেদায়েত উল্লাহ খানকে একটি ঘর নির্মাণের জন্যে বরাদ্দ দেয়া হয়। এ ধারাবাহিকতায় ওইদিন কাজের উদ্বোধন করেন চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল কালাম চিশতি।

জানা যায়, এর পূর্বে আরো ৩টি ঘরের কাজ উদ্বোধন করা হয়েছে। ওইদিন উদ্বোধন কাজে উপস্থিত ছিলেন মৈশাদী ইউনিয়ন মুক্তিযোদ্ধাদের যুগ্ম আহব্বায়ক বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন সর্দার, বীর মুক্তিযোদ্ধা হামিদ খান, শাহ মাহমুদপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হুমায়ন কবির (মাস্টার), বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম তপদার, চাঁদপুর সদর উপজেলা এল জি ডি অধিদপ্তরের সহকারী প্রকৌশলী শাহাজান আলমগীর প্রমুখ।

আনোয়ারুল হক

 

||আপডেট: ০৯:২৯  পিএম, ০৫ নভেম্বর ২০১৫, বৃহস্পতিবার

এমআরআর

 

Share