Home / সারাদেশ / মুক্তিযোদ্ধাগণকে অশালীন উক্তির প্রতিবাদে চাঁদপুরে মানববন্ধন
freedom-fighter

মুক্তিযোদ্ধাগণকে অশালীন উক্তির প্রতিবাদে চাঁদপুরে মানববন্ধন

দেশের বিভিন্নস্থানে বীর মুক্তিযোদ্ধাগণকে নিয়ে অশালীন ও অপমানজনক উক্তির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৮ জানুয়ারি সকাল সাড়ে ১০ টায় চাঁদপুর জেলার মুক্তিযুদ্ধের পক্ষের সর্বস্তরের জনতা, চাঁদপুর জেলার সর্বস্তরের মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যবৃন্দ,জেলা মুক্তিযোদ্ধা সংসদের ব্যানারে এ মানববন্ধন করা হয়।

চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী মাস্টারের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু নাছের বাচ্চু পাটওয়ারী ।

জেলা যুবলীগের সদস্য আব্দুল মালেকের যৌথ পরিচালনা বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক রফিকুল ইসলাম ভূঁইয়া, বর্তমান কমিটির শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিজি, সদস্য মুক্তিযোদ্ধা আবু তাহের পাটওয়ারী, জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ মিজানুর রহমান কালু ভূঁইয়া, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন মন্টু দেওয়ান, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবু পাটওয়ারী, সদর উপজেলা যুবলীগে সাবেক সভাপতি নাজমুল পাটওয়ারী, মুক্তিযোদ্ধা রওশন আলী বেপারী,মুক্তিযোদ্ধা ছানাউল্যাহ,মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ভূঁইয়া, যুবনেতা হারুন হাওলাদার,মহিলা আওয়ামীলীগ নেত্রী রেনু বেগম প্রমুখ।

বক্তরা বলেন,‘আমরা মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছি। দরকার হলে আরেকবার যুদ্ধ করতে প্রস্তুত আছি। মুক্তিযোদ্ধারা বেঁচে থাকতে মুক্তিযোদ্ধাদের অপমান মেনে নেবে না। ২৪ ঘন্টার মধ্যে ঐ পত্রিকা এবং সংশ্লিষ্টেদর প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে,তা না হলে চাঁদপুরের জনগণ ও মুক্তিযোদ্ধারা ‘ পত্রিকা অফিস ঘেরাও’সহ কঠোর অবস্থানে যাবে। আগামিতে আপনাদের অবাঞ্ছিত ও লাঞ্ছিত করবো।’

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল কালাম শামছুল আলম চিশতী,পৌর আওয়ামী লীগের মো.জাহাঙ্গীর ভূঁইয়া,চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো.ছিদ্দিকুর রহমান ঢালী,জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুবুর রহমান,সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. সফিকুর রহমান গাজী,জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হাসিবুল হাসান মুন্নাসহ প্রমুখ ।

সিনিয়র করেসপন্ডেন্ট , ২৮ জানুয়ারি ২০২১