Home / চাঁদপুর / মুক্তিযুদ্ধের বিজয় উৎসবে ‘চাঁদপুর মঞ্চ’র নৃত্য
মুক্তিযুদ্ধের বিজয় উৎসবে ‘চাঁদপুর মঞ্চ’র নৃত্য

মুক্তিযুদ্ধের বিজয় উৎসবে ‘চাঁদপুর মঞ্চ’র নৃত্য

পুরাণবাজার মধুসূূদন উচ্চ বিদ্যালয় মাঠে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় উৎসবের ১৭তম দিন সোমবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও চাঁদপুর মঞ্চের অধুনিক নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়েছে।

স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে মুক্তিযুদ্ধের স্মৃতি তুলে ধরে বক্তব্য রাখেন মুক্তিফৌজ ফাউন্ডেশনের সভাপতি প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন।

উৎসব উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্যাংকার মজিবুর রহমানের সভাপতিত্বে ও স্মৃতিচারণ উপ-পরিষদের সদস্য সচিব মুক্তিযোদ্ধা সানাউল্লা খানের পরিচালনায় উপস্থিত ছিলেন, উৎসব উদযাপন পরিষদের সহ সভাপতি ফারুক সরকার, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মানিক, পরিষদের যুগ্ম সচিব মমতাজ উদ্দিন মন্টু গাজিস সাংস্কৃতি উপ-পরিষদের আহ্বায়ক গৌরাঙ্গ সাহাম সদস্য সচিব গোবিন্দ মন্ডল প্রমুখ।

রাত সাড়ে ৮টায় মনোজ্ঞ আধুনিক নৃত্যনুষ্ঠান পরিবেশন করে চাঁদপুর মঞ্চের নৃত্যাশিল্পীরা।

অনুষ্ঠানপূর্ব সংগঠনের সাংগঠনিক সম্পাদক হায়াত মাহমুদ সালমানের পরিচালনায় সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের বিজয় মেলা মাঠ ও মঞ্চের আহ্বায়ক ও চতুরঙ্গের মহাসচিব হারুন আল রশীদ, সম্মিলিত সাস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, সম্মিলিত সাস্কৃতিক চর্চা কেন্দ্রের সদস্য সচিব ইয়াহিয়া কিরণ, চাঁদপুর মঞ্চের সহ-সভাপতি ফেরদৌস মোরশেদ জুয়েল, তারুণ্য সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক আতাউর রহমান পাটোয়ারী। নৃত্যা পরিবেশন করে চাঁদপুর মঞ্চের শিল্পী জাইমা, মিতু, মুনা, শামীমা, মারিয়া, মেহেদী, সাইফুল, নুর আলম, মিহাদ, মোখলেছ, সালমান, সেয়দ, আব্রাহিম, পিংকি, জুয়েল, সূর্য, রুপু, ফেন্সী প্রমুখ।

আশিক বিন রহিম, চীফ করেসপন্ডেন্ট