মুক্তিযুদ্ধের চেতনায় সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহবান

আসন্ন পূজা উদযাপন উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে হাজীগঞ্জ পশ্চিম বাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ও হাজীগঞ্জ শাহারাস্তি আসনের বর্তমান সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম।

এ সময় তিনি মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহবান জানিয়ে বলেন, দেশ স্বাধীনের সময় হিন্দু, মুসলিম এক হয়ে হাতে হাত রেখে যুদ্ধে ছাপিয়ে পড়েছে। এ সম্প্রীতির বন্ধন আমাদেরকে ধরে রাখতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশকে এ দেশের মানুষকে দিয়েছে স্বাধীনতার পতাকা। তাই এ মর্যাদা আমাদেরকে ধরে রাখতে হবে।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেনের সঞ্চলনায় সম্প্রতি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিম বার, হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ. স. ম মাহবুব-উল আলম লিপন, অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ, হাজীগঞ্জ বড় মসজিদের খতিব মুফতি আব্দুর রফ, চাঁদপুর- জেলা পূজা উদর্যাপন কমিটির সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারন সম্পাদক তমাল কুমার ঘোষ, হাজীগঞ্জ পূজা উদর্যাপন কমিটির সভাপতি সভাপতি বাবু রুহিদাস বনিক, হাজীগঞ্জ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহের, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী জসিম উদ্দিন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আহমেদ খসরু প্রমুখ।

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ২৭ সেপ্টেম্বর ২০২২

Share