চাঁদপুরের হাজীগঞ্জে আগুনে তিন বসত ঘর ছাই হয়ে গেছে। রোববার (৩১ মার্চ) রাত সাড়ে আটটায় ৬ নং পূর্ব বড়কুল ইউনিয়নের রায়চোঁ দেওয়ানজী বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে ওই বাড়ির মৃত জয়দেব ছেলে নুপুর, নিসু ও সমির দেওয়ানজীর ৩ টি বসত ঘর পুড়ে গেছে।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বৈদুতিক সটসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে। তিনটি বসত ঘরে থাকা প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুনের খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে তিনটি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়।
এলাকাবাসী জানায়, রাতে ওই বাড়ির একটি ঘরে আগুন লাগে। তখন প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছিলো। ধীরে ধীরে আগুন চারদিকে চড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস এসে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ মার্চ, ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur