চাঁদপুরের ফরিদগঞ্জে মিয়ানমারে নিরিহ মুসলিম হত্যা বন্ধের দাবিতে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ রামপুর বাজার দারুস সুন্নাত ফাযিল মাদরাসা শাখা।
উপজেলার রামপুর ফরিদগঞ্জ সড়কে মাদরাসার শিক্ষক, ছাত্র ও এলাকার তৌহিদি জনতার অংশগ্রহণে ঘন্টাব্যাপি এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন মাদরাসার ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা মহিউদ্দিন।
সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি মো. রাকিবুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মো.মিজানুর রহমান, প্রভাষক মো.শাহ আলম,পীরজাদা শাহ্ মো.কাউছার,ছাত্র হিযবুল্লাহ নেতা খাজা বাকি বিল্লাহ প্রমুখ।
বক্তারা অবিলম্বে মিয়ানমারে মুসলিম হত্যা বন্ধের দাবি করে বিশ^ মুসলিম দেশগুলোকে এগিয়ে আসার আহবান জানান এবং রোহিঙ্গাদের আশ্রয় ও সহযোগিতা করার জন্যে প্রধামন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
প্রতিবেদক:মাজহারুর ইসলাম অনিক
আপডেট, বাংলাদেশ সময় ২:৩০ পিএম, ১৪ সেপ্টেম্বর ,২০১৭, বৃহস্পতিবার
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur