ফরিদগঞ্জ

মিয়াজি কম্পিউটার সেন্টারের সনদ বিতরণ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার টোরা মুন্সীরহাট মিয়াজি কম্পিউটারের ২০১৫ইং সনের শেষ ব্যাচ এর শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ আলোচনাসভা শুক্রবার সকালে প্রতিষ্ঠানটির নিজ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

মুন্সীরহাট জি এন্ড আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামছুল আমিনের সভাপতিত্বে ও মিয়াজি কম্পিউটারের প্রতিষ্ঠাতা মাওলানা মোঃ বারাকাত উল্লাহর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর আইটি কম্পিউটারের প্রতিষ্ঠাতা মোঃ সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ ফরহাদ হোসেন, সাংবাদিক এ.বি ছিদ্দিক, মুলপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম, মনতলা হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ওমর ফারুক, মিয়াজি কম্পিউটারের প্রশিক্ষক মো. এমদাদ মিয়াজি।

এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ব্যবসায়ী মোঃ আবুল বাশার, মোঃ দেলোয়ার হোসেন মুন্সী, এ.বি ফুডস এর পরিচালক মোঃ ফিরোজ আহমেদ রাজু, মোঃ শামছল হক, শাহ জালাল।

অনুষ্ঠানে বক্তাগণ বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কম্পিউটার শিক্ষার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের প্রশিক্ষণ থেকে লব্ধজ্ঞান নিজের জীবনে এবং সমাজ ও দেশের অগ্রগতিতে কাজে লাগানোর উপর জোর দেন।

প্রতিষ্ঠানটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ওয়াল্ড ইনফরমেশন টেকনোলজি ফাউন্ডেশন চাঁদপুর শাখার অধীনে এ যাবত প্রায় ৩ শতাধিক ছেলে মেয়েদের প্রশিক্ষণ দিয়ে সনদ প্রদান করে আসছে। আগামী দিনে আরো বেশি বেশী মেধাবী ছেলে মেয়ে প্রশিক্ষণ নিয়ে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তাগণ।

শিক্ষার্থীদের মধ্যে এ পর্বে সনদ গ্রহণ করেন- মোঃ মিজানুর রহমান, শারমিন আক্তার, শাহাদাত হোসেন, মাহফুজুর রহমান, আল-আমিন, মোঃ কামরুল হাসান, মো. সাদ্দাম হোসেন, মো. রবিউল হাসান, মো. হাবিব, মোঃ জহিরুল ইসলাম, মো. রবিউল ইসলাম, মোঃ মিনহাজ, মোঃ রাসেল হোসেন, মোঃ আরিফ হোসেন, মোঃ আল-আমিন, মো. জহির হোসেন, মো. আরিফুল ইসলাম, মোঃ নাহিদ হোসেন, মোঃ সাহাব উদ্দিন, গিয়াস উদ্দিন ও হরি দাস।

প্রেস বিজ্ঞপ্তি ।। আপডেট : ১০:১০ পিএম, ০৯ জানুয়ারি ২০১৫, শনিবার
ডিএইচ

Share