ফরিদগঞ্জ

মিয়াজি কম্পিউটারের ৯ বছর পূর্তি ও সনদ বিতরণ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার টোরা মুন্সীরহাট মিয়াজি কম্পিউটারের ৯ বছর পূর্তিতে আলোচনা ও চলতি বছরের ২য় ব্যাচ শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠান শুক্রবার (৯ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়।

মুন্সীরহাট জি এন্ড আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামছুল আমিনের সভাপতিত্বে রামচন্দ্রপুর ফাজিল মাদ্রাসার শিক্ষক ও মিয়াজি কম্পিউটারের প্রতিষ্ঠাতা মাওলানা মো. বারাকাত উল্লাহর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মূলপাড়া শামছুদ্দিন খান কারিগরি ও বাণিজ্য কলেজের অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম (কম্পিউটার বিভাগ)

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুলপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম, সাংবাদিক এ.বি ছিদ্দিক, মুন্সীরহাট জি এন্ড এ আলী উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আলহাজ্ব মাওলানা আকরাম হোসাইন, মিয়াজি কম্পিউটারের প্রশিক্ষক মো. এমদাদ মিয়াজি।

অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুর রব মিয়াজি, মুন্সীরহাট আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মো. এমরান হোসেন।

আলোচনা সভায় বক্তারা বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কম্পিউটার শিক্ষার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের প্রশিক্ষণ হতে লব্ধ জ্ঞান নিজের জীবনে এবং সমাজ ও দেশের অগ্রগতিতে কাজে লাগানোর উপর জোর দেন।

প্রসঙ্গত, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ওয়াল্ড ইনফরমেশন টেকনোলজি ফাউন্ডেশন চাঁদপুর শাখার অধীনে এ যাবত প্রায় ৪ শতাধিক ছেলে মেয়েদের প্রশিক্ষণ দিয়ে আসছে মিয়াজী কম্পিউটার।

সনদ গ্রহণকারী প্রশিক্ষণার্থীরা হলেন, আমেনা আক্তার, মরিয়ম আক্তার, সুলতানা আক্তার নিপা, রাবেয়া সুলতানা, আল আমিন, হাবিবুর রহমান, আবু সুফিয়ান, মো. রিয়াদ হোসেন, মো. রুবেল মিয়াজি, জুলকার হোসেন, মেহেদী হাছান, শরিফ হোসেন, হরি দাস ও বাদল চন্দ্র সূত্রধর।

করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ০৮:২০ পিএম, ৯ ডিসেম্বর ২০১৬, শুক্রবার
ডিএইচ

Share