ভূমধ্যসাগরে নিখোঁজ হওয়া যাত্রীবাহী মিশরীয় বিমান ধ্বংসাবশেষ চিহ্নিত করা গেছে ভূ-মধ্যসাগরের কয়েকটি অঞ্চলে। মিশরীয় তদন্তকারীদের বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে।
মিশরীয় তদন্তকারীরা এক বিবৃতিতে বলেছেন, ‘বিমানের মূল ধ্বংসাবশেষগুলো ভূ-মধ্যসাগরের যে জায়গাগুলোতে পড়েছে সেগুলো শনাক্ত করা হয়েছে। গভীর সাগরে অনুসন্ধানেরত একটি জাহাজ থেকেও ধ্বংসাবশেষের প্রথম দিককার ছবি পাঠাতে শুরু করেছে।
গত ১৯ মে ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে মিশরের রাজধানী কায়রো যাওয়ার পথে ৬৬ জন আরোহী নিয়ে ফ্লাইট এমএস-৮০৪ নামের ঐ মিশরীয় বিমানটি কোন সংকেত ছাড়াই প্রথমে রাডার থেকে হারিয়ে যায়। পরে জানা যায় বিমানটি ভূমধ্যসাগরে বিধ্বস্ত হয়েছে। এরপর অনুসন্ধান অব্যাহত ছিল।
প্রাথমিক অনুসন্ধানে মিশরের আলেকজান্দ্রিয়া বন্দর থেকে ২৯০ কিলোমিটার উত্তরে ভূমধ্যসাগরে বিমানটির বাইরের কিছু অংশের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছিল। এবার মূল ধ্বংসাবশেষ পাওয়া গেলো।
নিউজ ডেস্ক : আপডেট ৬:৩৬ পিএম,১৬ জুন ২০১৬, বৃহস্পতিবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur