Home / চাঁদপুর / মির্জা ফখরুলের গাড়ি বহরে হামলার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ
মির্জা ফখরুলের গাড়ি বহরে হামলার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ

মির্জা ফখরুলের গাড়ি বহরে হামলার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ

চাঁদপুরে জেলা বিএনপি’র আয়োজনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলার প্রতিবাদে সোমবার (১৯ জুন) বিকেলে দলীয় কার্যালয়ে বৃষ্টিকে উপেক্ষা করে বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অ্যাড. সলিম উল্যাহ সেলিমের সভাপতিত্বে ও চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামানের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাহাবুব আনোয়ার বাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পদক অ্যাড. জহির উদ্দিন বাবর, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. শামসুল ইসলাম মন্টু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক আব্দুল কাদির বেপারী, পৌর ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ‘বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন ক্লিন ইমেজ এবং পরিচ্ছন্ন রাজনীতীবিদ হিসেবে দেশব্যপি পরিচিত। অথচ তার মতো একজন বড় মাপের নেতার উপর আওয়ামী সন্ত্রাসীরা যে হামলা চালিয়েছে আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।’

বক্তারা বলেন, ‘ ১৮ জুন মির্জা ফখরুল ইসলাম আলমগীর চট্টগ্রামে কোনো রাজনীতিক অনুষ্ঠানে যোগ দিতে রওনা দেননি। তিনি আত্ম-মানবতায় পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের ত্রান সামগ্রি নিয়ে যাচ্ছিলেন। অথচ আওয়ামী সন্ত্রাসী বাহিনী তার উপর নিলজ্জের মতো দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। তারা মনে করেছে এভাবে হামলা চালালে বিএনপি আগামী সংসদ নির্বাচনের অংশ নিবে না। তারা যানে যে, অবাদ ও সুষ্ট পরিবেশে নির্বাচন হলে এদেশের মানুষ আওয়ামী লীগকে তাদের সন্ত্রাসী কর্মকান্ড আর লুটপাটের উচিত জাজাব দিবে। তাই তারা বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে নানা রকম চক্রান্ত শুরু করেছে।’

বক্তারা বলেন, ‘এখন থেকে বিএনপির এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিটা নেতাকর্মীকে আরো বেশী ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ তারা আমাদের সিনিয়র নেতার ওপর হামলা চালিয়েছে। এভাবে চলতে থাকলে সন্ত্রাসীদের হাত থেকে আমরাও রক্ষা পাবো না। বিএনপি ক্ষমতায় এলে একদিন এসকল সন্ত্রাসীদের উত্তম জবাব দিবে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে অতিথের ন্যায় অংশ নেয়ার আহ্বান জানায় বক্তারা।’

এসময় জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক : আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ সময় ০৯ : ৩০ পিএম, ১৯ জুন ২০১৭, সোমবার
এইউ

Leave a Reply