বাংলাদেশের এই মুহূর্তের মহানায়ক মেহেদী হাসান মিরাজ। তবে পারিবারিক অবস্থা স্বচ্ছল নয়। অটোচালক বাবা খুলনা মহানগরের খালিশপুরের দক্ষিণ কাশিপুর এলাকায় ছোট্ট ভাড়া বাড়িতে থাকেন সবাইকে নিয়ে।
এমন এক প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারের জন্য একটি পাকা বাড়ি তৈরি করার নির্দেশ দিয়েছেন। এ জন্য প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আবুল কালাম আজাদকে খুলনার জেলা প্রশাসনের সঙ্গে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন তিনি।
বাড়ি তৈরির জন্য উপযুক্ত জমি খুঁজে পাওয়া গেলেই এই তরুণ তারকার পরিবারের জন্য বাড়ি নির্মাণের কাজ শুরু হবে।
প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন বলেন, ‘মিরাজের বাড়ি তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আবুল কালাম আজাদকে খুলনার জেলা প্রশাসনের সঙ্গে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন তিনি। যদি তাদের জমি থাকে সেখানে, তা না হলে সরকারি জমিতে একটি বাড়ি তৈরি করে দেয়া হবে। মিরাজের পরিবারের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেয়া হবে।’
তরুণ অলরাউন্ডার মিরাজ হলেন ইংল্যান্ডকে হারানোর নায়ক। ইংল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত ক্রিকেট সিরিজে তিনি দুই টেস্টে ১৯ উইকেট নিয়েছেন। চট্টগ্রামে প্রথম টেস্টের প্রথম ইনিংসেই ছয় উইকেট নিয়ে নজর কাড়েন তিনি।
অবশ্য দ্বিতীয় ইনিংসে পান এক উইকেট। আর ঢাকায় দ্বিতীয় টেস্টে দুই ইনিংসেই ছয়টি করে উইকেট নিয়ে তাক লাগিয়ে দেন।
নিউজ ডেস্ক ।। আপডটে, বাংলাদশে সময় ৬: ৩৬ পিএম, ২ নভেম্বর ২০১৬, বুধবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur