ফরিদগঞ্জে ডে-নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

টান টান উত্তেজনার মধ্যদিয়ে ফরিদগঞ্জ পৌর এলাকার কাছিয়াড়া ডে-নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কাছিয়াড়া ডে-নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটওয়ারী।

ফাইল খেলায় ফরিদগঞ্জ সেলস্ ক্রিকেট টিম ১৫ ওভার ব্যাট করে ১৫০ রান সংগ্রহ করে এর বিপরীতে দূরন্ত এফ-সি-জি কলেজ গেট ১৫ ওভারে ১০ উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করে‌ ৪৭ রানে পরাজিত হয়।

আয়োজকরা জানান, ক্রিকেট টুর্নামেন্ট ১২টি দল অংশগ্রহণ করে। প্রতিটি ম্যাচই বেশ উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হয়।

খেলায় উপচে পড়া দর্শকদের সমাগমে শান্তিপূর্ন ভাবে খেলাটি সম্পন্ন করতে পারায় কাছিয়াড়া ডে-নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন কমিটির আহবায়ক ও পৌর যুবদল নেতা ফারুক হোসেন রন সবাইকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

এসময় বিশেষ অতিথি বক্তব্যে রাখেন, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আব্দুল মতিন।

এসময় উপস্থিত ছিলেন, চান্দ্রা ইমাম আলী স্কুল এন্ড কলেজের প্রফেসর মোঃ জসিম উদ্দিন, ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক আবুল কাশেম কবির, ফরিদগঞ্জ উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম রাব্বানী, তরুণ সমাজ সেবক সাকিব হোসেন পাটওয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আলমগীর মিজি, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক সাহাদাত হোসেন টেলু, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক সাহাজান গাজী, উপজেলা যুবদলের সাবেক নেতা মঞ্জুর হোসেন রনি, মামুন রশিদ, মোঃ জয়নাল পাটওয়ারী, আরিফ পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এমরান হোসেন স্বপন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল কাইয়ুম সুমন, ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক মো. পারভেজ, পৌর ছাত্রদলের সাবেক নেতা আরিফ তপদার, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রাফি, অনিক, মাসুম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম, মহিলা দলের নেত্রী শারমিন করিম, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. শরীফ, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য মো. আরিফ পাটওয়ারী, জিয়া উদ্দিন চৌধুরী, কাউছার মিজি, তানভীর হোসেন বাবু, আকরাম পাটওয়ারী, গোলাম রাব্বি পাটওয়ারী, তৌহিদুর আহাদ সাগর প্রমূখ।

প্রতিবেদক: শিমুল হাছান, ২৮ ডিসেম্বর ২০২৪

Share