চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক || আপডেট: ০৪:৪১ অপরাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০১৫, বৃহস্পতিবার
সৌদি আরবের মিনায় ঈদের দিনে পদদলিত হয়ে অন্তত ৩১০ হাজি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চার শতাধিক হাজি। সৌদি সিভিল ডিফেন্স কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার আল আরাবিয়া নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কর্মকর্তারা জানান, ঈদের দিনে মিনায় শয়তানকে পাথর নিক্ষেপের সময় হাজিদের ভিড়ে পদদলিত হয়ে ৩১০ জন নিহত হয়েছেন। এ ঘটনার পরপরই অন্তত চার হাজার উদ্ধারকর্মী উদ্ধার তৎপরতা শুরু করেছে। এছাড়া আহত হাজিদের চিকিৎসার জন্য স্থানীয় চারটি হাসপাতালে জরুরি বিভাগ খোলা হয়েছে।
এর আগে চলতি মাসের শুরুর দিকে পবিত্র মসজিদুল হারামে সংস্কারকাজে নিয়োজিত একটি ক্রেন দুর্ঘটনায় ১০৯ জন নিহত হয়। এছাড়া আহত হয় আরো অন্তত ৩৩১ হাজি। দেখুন ভিডিও…
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur