চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক || আপডেট: ০৭:০৪ অপরাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০১৫, বৃহস্পতিবার
সৌদ আরবের মিনায় পদদলিত হয়ে ৫০ জন বাংলাদেশি হাজি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। খবরটি প্রকাশ করেছে ইংরেজি দৈনিক নিউ এজ। তারা জেদ্দায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে।
ঐ খবরে আরো জানানো হয়, জেদ্দায় বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি আজিজুর রহমান এখন হাসপাতালে রয়েছেন। তিনি নিহত বাংলাদেশিদের ব্যাপারে খোঁজ-খবর নিচ্ছেন। তিনিই ৫০ জন বাংলাদেশি হাজির মৃত্যুর খবর জানিয়েছেন।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur