শিল্প-সাহিত্য

মিনতি : ডেইজী আশরাফ

কে তুমি এলে আমার জীবনে
সকল আঁধার সরায়ে
সুখের ধারায় কাঙাল হৃদয়
দিলে যে তুমি ভরায়ে।

চাঁদের আলো যখন আমি
আর দেখতে ভালোবাসতাম না
ফুলের পাশে ভ্রমর দেখে
যখন আর হাসতাম না

ঠিক তুমি সেই সময়ে
আমার জীবনে এলে
কামনার কলি তোমার ছোঁয়ায়
পাপড়ি দিলো মেলে।

ফুলের বসন্ত কেমন জানি
যখন গিয়েছি ভুলে
ঠিক তখনই তুমি এলে
হৃদয়ে ঢেউ তুলে।

তোমার জন্য যদি আঁধার জীবনে
আবার প্রদীপ জ্বলে
এলেই যখন আর কোনোদিন
যেওনা আমায় ফেলে।

আপডেট :   বাংলাদেশ সময় : ১২ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, শুক্রবার ২৬ জুন ২০১৫ খ্রিস্টাব্দ, ০৩:৩৯ অপরাহ্ন

 

চাঁদপুর টাইমস : ডিএ/এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কম-এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Share