মিথ্যা মামলার রায় দেশবাসী মানে না: অ্যাড. সলিম উল্যাহ সেলিম

দেশনায়ক তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় সাজা প্রদানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে চাঁদপুর জেলা বিএনপি।

শুক্রবার বিকেলে শহরের চিত্রলেখা মোড়ে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম।

তিনি তার বক্তব্যে বলেন, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা বাঁশ হাতে নিয়ে সমাবেশ করে। আমরা বাঁশ হাতে নিতে চাইনা, বাধ্য করবেন না বাঁশ হাতে নিতে, তাহলে পালানোর পথ খুজে পাবে না। শেখ হাসিনা বলে তারেক রহমানের এ রায় নাকি তত্বাবধায়ক সরকারের আমলের মামলার রায় দিয়েছে। তত্বাবধায়ক সরকারের আমলে শেখ হাসিনার বিরুদ্ধে ১৭টি মামলার আসামী ছিলেন। ২০০৮ সালে অবৈধ ভাবে নির্বাচনে প্রধানমন্ত্রী হয়ে সব মামলা খারিজ করেন। বেগম খালেদা জিয়া আর তারেক রহমানের বিরুদ্ধে মাত্র ৫ টি মিথ্যা মামলা দিয়েছে। আজ সেই মিথ্যা মামলার রায়ে আজ সাজা দেয়া হয়েছে। এ মিথ্যা মামলার রায় দেশবাসী মানে না মানে না।

চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি সেলিমুস ছালাম ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খানের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা লায়ন হারুনর রশীদ, সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আনোয়ার বাবলু, সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন মাঝি, শাহজালাল মিশন, আফজাল হোসেন, অ্যাড. সামছুল ইসলাম মন্টু, মতলব পৌর বিএনপির সভাপতি সোয়েব আহমেদ সরকার, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক কোহিনুর রশীদ, মতলব উত্তর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, কচুয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর আলম সেলিম, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল, হাইমচর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতোয়াল, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্যাহ খোকন, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোস্তফা কামাল, জেলা তাঁতী দলের সভাপতি আলী আহমেদ সরকার প্রমুখ।

সমাবেশের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন জেলা ওলামা দলের সভাপতি জসিম উদ্দিন পাটোয়ারী।

সিনিয়র স্টাফ করেসপন্ডেট, ৪ আগস্ট ২০২৩

Share