মতলব দক্ষিণ

‘মিথ্যা আপবাদ’ সইতে না পেরে স্কুলছাত্রীর আত্মহত্যা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী গ্রামে প্রেমের মিথ্যা অপবাদ সইতে না পেরে অর্পণা রানী বৈদ্য (১৩) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (১৩ জুন) দুপুর আনুমানিক বারোটায় উপাদী গ্রামের বৈদ্য বাড়িতে এ ঘটনা ঘটে। সে বোয়ালিয় বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।

পুলিশ সংবাদ পেয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, একই গ্রামের পার্শ্ববর্তী সেলিম প্রধানের ছেলে এমরান দীর্ঘদিন যাবৎ অর্পণা রাণীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে বলে এলাকায় অপপ্রচার করে।

বিষয়টি অর্পণার পিতা অমর বৈদ্য চাঁদপুর টাইমসকে জানান, মেয়ের সাথে এমরানের কোনো সম্পর্ক ছিলো না।তার মা উল্টো আমাদের পরিবারের ওপর হুমকি-ধমকি দিয়ে বলে আমার মেয়ে তার ছেলের সাথে সম্পর্ক করেছে।

এতে আমার মেয়ে স্কুল থেকে বাড়ি এসে সবার অজান্তে ঘরের ভিতরে ঢুকে আড়ার সাথে গরায় ওড়না পেঁচিয়ে আত্মহত্য করে।

থানার এসআই শাহানুর জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

মাহফুজ মল্লিক:
: আপডেট, বাংলাদেশ সম ১১: ৫৫ পিএম, ১৩ জুন ২০১৭, মোঙ্গলবার
ডিএইচ

Share