চাঁদপুর

মিজানুর রহমান চৌধুরীর সহধর্মিনীর জানাযা ও দাফন


আশিক বিন রহিম ||   আপডেট: ০৯:০০ পিএম, ০৩ অক্টোবর ২০১৫, শনিবার

 

সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় নেতা প্রয়াত মিজানুর রহমান চৌধুরীর সহধর্মিনী মরহুমা সাজেদা মিজান-এর নামাজে জানাযা এবং দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার বাদ আছর পুরাণবাজার নূরিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাযায় অনুষ্ঠিত হয়। জানাযার পূর্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সভাপতি ড. মোহাম্মদ শামসুল হক ভূঁইয়া এমপি, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহম্মেদ মানিক, জেলা জাতীয় পার্টির সভাপতি নুরুল হক বাচ্চু মিয়াজী, চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইউছুফ গাজী, জেলা দোকান মালিক সমিতির সভাপতি মোস্তাক হায়দার চৌধুরী ও মরহুমার বড় মেজো ছেলে আমান উল্লাহ মিজান রাজু চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সফিউদ্দিন আহম্মেদ, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ওচমান গনি পাটওয়ারী, যুগ্ম সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামছুল হক মন্টু পাটোয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অ্যাড. শাজাহান মিয়া, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি রোটা. অ্যাড. আলহাজ্ব ইকবাল বিন বাসার, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রোটা. কাজী শাহাদাত, শাহ মোহাম্মদ মাকসুদুল আলম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন পাটোয়ারী প্রমুখ। এসময় মরহুমার অপর ২ ছেলে রহমত উল্লাহ মিজান টিটু চৌধুরী ও নাসরুল্লাহ মিজান মিঠু চৌধুরী উপস্থিত ছিলেন।

নামাজে জানাযায় ইমামতি করেন জাফরাবাদ হাফেজিয়া মাদ্রাসার মোহতামিম হযরত মাওলানা খাজা আহম্মদ উল্লাহ। পরে মরহুমা সাজেদা মিজানকে চৌধুরী বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫

Share