দীর্ঘ প্রায় চার মাস মাঠে-ময়দানে নিঃস্বার্থভাবে দায়িত্ব পালন করতে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকার করোনায় আক্রান্ত হয়েছেন।
২১ জুলাই মঙ্গলবার মাত্র সাড়ে তিন বছর বয়সী ছোট্ট শিশুকন্যাকে নিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাস ভাইরালও হয়েছে।
স্ট্যাটাসটি তুলে ধরা হলো– ‘কন্যা নিচ থেকে ডাকে, মা বের হও, বারান্দায় আসো; তোমাকে দেখতে ইচ্ছে করছে!
মা খেয়েছ? মা ওষুধ খেয়েছ? মা জানো তোমার জন্য ফুলের কেক বানিয়েছি!
মা আমাকে কি তোমার দেখতে ইচ্ছে করে? প্রতিদিন সকালে তোমাকে ডাকব তুমি ওপর থেকে কথা বলবা, ঠিক আছে। মা ভয় পেয়ো না, খারাপ লাগলে আমাকে ফোন দিও, আচ্ছা!’
স্ট্যাটাসে তিনি আরও লেখেন– আমাদের বাচ্চাগুলা কত ম্যাচিউর! কত ধৈর্য আল্লাহ ওদের দিয়েছেন! মাশাআল্লাহ! আমার কি যে গর্ববোধ হয় আমার এমন একটি কন্যা আছে! পৃথিবীর সব কন্যার জন্য ভালোবাসা। আকাশ, সমুদ্র সব উজাড় করা ভালোবাসা।’
১৮ জুলাই ইউএনওর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। রোববার রাতে করোনা পজিটিভের কথা জানানো হয়। এর আগে তিনি তিনবার করোনা পরীক্ষা করিয়েছেন। কিন্তু তিনবারই নেগেটিভ রিপোর্ট আসে। পজিটিভ রিপোর্ট আসার পর রোববার থেকে নিজ বাসাতেই আইসোলেশনে রয়েছেন।
শুক্লা সরকার জানান, তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। তার এবং পরিবারের সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন তিনি।
বার্তা কক্ষ, ২১ জুলাই ২০২০