মা বাবা ও বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন মোস্তফা খান সফরী

চাঁদপুরের কৃতি সন্তান, সাবেক ছাত্রনেতা ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তফা খান সফরী বলেছেন, আপনারা জানেন আমি একজন রাজনৈতিক কর্মী, ছাত্র জীবন থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আর্দশকে লালন করে এ দলের রাজনীতি করছি। এই রাজনীতি করার কারণে আমার মরহুম পিতা (আঃ রহমান) যখন গুরুতর অসুস্থ হাসপাতালে চিকিৎসাধীন এবং মৃত্যু পথযাত্রী তখনও একজন সন্তান হিসেবে আমি তাঁর পাশে থাকতে পারিনি। তাঁর সেবা করার সূযোগ আমার হয়নি। কারণ আমি ফ্যাসিস্ট সরকারের রোষানলে পড়তে হয়েছে। আমাকে নানাভাবে নির্যাতন ও হয়রানি করেছে। কিন্তু আমার বাবার মৃত্যুর পর জানাজায় এসেছেন, দোয়া করেছেন , আমার পিতার মৃত্যু বার্ষিকী সামনে রেখে তাঁর আত্মার মাগফেরাতের জন্য দোয়া চাই। আমার মা অসুস্থ তাঁর জন্য দোয়া চাই। আমার রাজনৈতিক আর্দশ, আমার রাজনৈতিক দর্শন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় আপনাদের দোয়া চাই।

তিনি বলেন, আপনারা নিশ্চয়ই জানেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও যাকে আমরা মা বলে ডাকি বেগম খালেদা জিয়া অসুস্থ তিনি হয়তো আগামী মাসের প্রথমে বিদেশে চিকিৎসার জন্য যাবেন, তাঁর আশু সুস্হতায় আপনাদের নিকট দোয়া চাই।

আমি দোয়া চাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য। সর্বোপরি গনতন্ত্র পুনঃ উদ্ধার করতে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন এবং বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাঁদের সকলের জন্য আপনারা দোয়া করবেন।

এসময় তিনি উপস্থিত জনগণ ও এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, আমি ছাত্র জীবন থেকে রাজনীতির মধ্য দিয়ে নানাভাবে আপনাদের সুখ দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি, আগামীতেও আপনাদের যে কোনো প্রয়োজনে আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের একজন সেবক হিসেবে সেবা করতে চাই।

মোস্তফা খান সফরীর পিতার মরহুম আঃ রহমান খানের মৃত্যু বার্ষিকী সামনে রেখে গতকাল ২০ নভেম্বর বুধবার বাদ আছর চাঁদপুর সদর উপজেলার সফরমালী কেন্দ্রীয় জামে মসজিদ ও ঈদগাহ মাঠে আয়োজিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উল্লেখিত বক্তব্য রাখেন।

এ সময় এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা, গিয়াস উদ্দিন ভুইয়া, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাফিউস শাহাদাত ওয়াসিম পাটোয়ারী।

সংক্ষিপ্ত আলোচনা শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন উক্ত মসজিদের খতিব মাওঃ শাহাদাত হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ও সমাজ সেবক অ্যাডঃ আশরাফুল ইসলাম আশু, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক কামাল পাটোয়ারী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান হাছানাত, মতলব ডিগ্রী কলেজের সাবেক ছাত্র নেতা, কামাল হোসেন ঝুটন, জেলা যুবদলের সহ সভাপতি সরোয়ার হোসেন গাজী, জেলা যুব দলের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আবু আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা কাজী নজরুল ইসলাম সোহেল, জেলা ছাএদলের সাবেক নেতা সুকুমার রায়, ইব্রাহিম প্রধানিয়া, স্হানীয় নেতা হাবিব শেখ, ফয়সাল মুন্সী ও শামীম মজুমদার। এছাড়াও উক্ত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক, ২০ নভেম্বর ২০২৪

Share