মতলব উত্তর

মা ইলিশ সংরক্ষণে ষাটনলে গণসচেতনতামূলক সভা

মা ইলিশ সংরক্ষণে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটন ইউনিয়নে বৃহস্পতিবার (৬ অক্টোবর) উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসের আয়োজনে ইউপি কমপ্লেক্সে গণসচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মফিজুল ইসলাম।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়নের সচিব গৌতম চন্দ্রের পরিচালনায় ‘গণসচেতনতামুলক সভায় আরো বক্তৃতা করেন, সহকারী কমিশনার ভুমি (এসিল্যান্ড) নাসির উদ্দিন সারোয়ার, ষাটনল ইউপি চেয়ারম্যান একেএম শরীফ উল্যাহ সরকার, ষাটনল ইউনিয়ন আ’লী’গের সহ-সভাপতি মোঃ ইলয়াছ আলী, সাংবাদিক জাকির হোসেন বাদশা, ইউপি সদস্য খোরশেদ আলম, মানিক সরকার,ফুলচাঁন বর্মন, জেলে প্রতিনিধি মহাবীর বর্মণ প্রমুখ।

প্রসঙ্গত, সরকারের নির্দেশ অনুযায়ী আগামী ১২ অক্টোবর থেকে ০২ নভেম্বর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষনের লক্ষ্যে উল্লেখিত ২০ দিন ইলিশ ধরা বন্ধ থাকবে।

খান মোহাম্মদ কামাল : আপডেট, বাংলাদেশ সময় ১১:৪০ পিএম, ০৬ অক্টোবর ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ

Share