আশিক বিন রহিম।।
মা ইলিশ রক্ষা কার্যক্রমে মেঘনা নদীর চাঁদপুর নৌ-সীমানায় ইলিশ নিধনের দায়ে ২১ জেলেকে আটক করেছে জেলা ট্রাস্কফোর্স ও কোষ্টগার্ড। আটককৃতদের মধ্যে ৯ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও বাকিদেরকে ১ বছর করে কারাদÐ দিয়েছে ভ্রাম্যামান আদালত।
রবিবার (০৪ অক্টোবর) সকালে ও সন্ধ্যায় চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়িতে ভ্রাম্যামান আদালত বসিয়ে এই কারাদÐাদেশ দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট পুলক কুমার মন্ডল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান।
এর মধ্যে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ইমরান ও রাজিবকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।