হাইমচর

মা ইলিশ রক্ষায় হাইমচরে আলোচনাসভা ও র‌্যালী

বি এম ইসমাইল || আপডেট: ০৫:১৩ অপরাহ্ন, ২২ সেপ্টেম্বর ২০১৫,  মঙ্গলবার

“ইলিশ আমাদের জাতীয় সম্পদ, ইলিশ নিধন বন্ধ করুন, ইলিশ করবে অবাধে বিচরণ, জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখুন, দেশ করবে বিদেশী মুদ্রা আহরণ, জাতীয় স্বার্থের কথা চিন্তা করে মা ইলিশ নিধন বন্ধ করুন”- এই স্লোগানে চাঁদপুর জেলার হাইমচর উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন আলগী বাজার যুব উন্নয়ন সংঘের উদ্যোগে মা ইলিশের রক্ষার্থে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

২২ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০টায় হাইমচরে মা ইলিশ রক্ষায় র‌্যালিটি আলগী বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্ত্বরে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এসএম সাজ্জাদ হোসেন (রনি)’র সভাপতিত্বে ও বি এম ইসমাইলের পরিচালনায় বক্তব্য রাখেন মোঃ রিয়াদ আখন, আক্তার হোসেন, মোঃ সাদ্দাম হোসেন, খন্দকার সবুজ, বাচ্চু পেদা, আকাশ, সামিম, মিনহাজ, সোহেল, রুবেল, আঃ জলিল, ওমর খাইয়ুম, রায়হান, জয়নাল আবেদীন, শাহাদাৎ হোসেন, উজ্জ্বল, যাহিদ, ইমন প্রমুখ।

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫

Share