Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মা ইলিশ রক্ষায় মতলবে সচেতনতা সভা
No Pic Chandpur Times
এ সংবাদের সংশ্লিষ্ট ছবি প্রকাশ হয়নি।

মা ইলিশ রক্ষায় মতলবে সচেতনতা সভা

জাতীয় মাছ ইলিশ সম্পদের উন্নয়নের লক্ষ্যে ও মৎস্য প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে উপজেলা ট্রাস্কফোর্স কমিটির সভা বুধবার (২৭ সেপ্টেম্বর) উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমার পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালূকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী রানী দাস তারা, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ কুতুব উদ্দিন, খাদেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মুঞ্জুর হোসেন রিপন মীর, উপাদী উত্তর ইউনিয়নের চেয়ারম্যান শহিদ উল্যাহ প্রধান, উপাদী দক্ষিন ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, নায়েরগাঁও উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান সেলিম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, মহিলা আওয়ামী লীগ নেত্রী আছমা আক্তার আখি, মতলব পৌর কমিউনিটি পুলিশিংয়ের সাধারন সম্পাদক গনেশ ভৌমিক, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রাশেদা আক্তার, উপজেলা যুব উন্নয়ন অফিসার মাহাবুবুল আলম সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তাজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খান, মতলব পৌরসভার প্যানেল মেয়র আবুল বাশার পারভেজ, মতলব প্রেসক্লাবের সাধারন সম্পাদক রোটাঃ শ্যামল চন্দ্র দাস সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। আগামী ১লা অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত মা ইলিশ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নির্ধারিত এ সময়ের মধ্যে কেউ মা ইলিশ নিধন করতে বা ধরতে পারিবেন না।

প্রতিবেদক- মাহফুজ মল্লিক
: : আপডেট, বাংলাদেশ ১১: ৪৩ পিএম, ২৭ সেপ্টেম্বর, ২০১৭ বুধবার
ডিএইচ

Leave a Reply