আশিক বিন রহিম || আপডেট: ১১:৫১ পিএম, ০৩ অক্টোবর ২০১৫, শনিবার
মেঘনা নদীর চাঁদপুর নৌ-সীমানায় নিষিদ্ধ সময়ে মা ইলিশ নিধনের দায়ে ২৩ জেলেকে আটক করেছে নৌ-পুলিশের এসপি মো. শাহরিয়ার আলম ও জেলা ট্রাস্কফোস। আটককৃতদের মধ্যে ১ জনকে ২ বছর ও ২২ জনকে ১ বছর করে কারাদ- দিয়েছে ভ্রাম্যামান আদালত। গতকাল শনিবার সকালে ও সন্ধ্যায় চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়িতে ভ্রাম্যামান আদালত বসিয়ে এই কারাদ-াদেশ দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ আব্দুল্লাহ সাদীদ ও লিটুস লরেন্স চিরান। অভিযানের সময় ১০ হাজার মিটার কারেন্ট জাল, ১ টি কাঠের নৌকা জব্দ করা হয়।
মা ইলিশ রক্ষার্থে শুক্রবার রাত থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত জেলা ট্রাস্কফোর্স মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জাল ও জেলে আটক করা হয়।
এমআরআর