চাঁদপুর

মা ইলিশ রক্ষায় নদীতে মাছ ধরা বন্ধ থাকবে ২২ দিন

চাঁদপুরে পদ্মা-মেঘনাসহ সারা দেশের মা ইলিশের বিচরণক্ষেত্রগুলোতে চলতি বছরের ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন মাছ ধরা বন্ধ থাকবে। মৎস্য বিভাগ এ নিষেধাজ্ঞা জারি করেছে।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো.সফিকুর রহমান বিষয়টি জানিয়েছেন।

এ ২২ দিন ইলিশসহ পদ্মা-মেঘনায় সব ধরনের মাছ ধরা, মজুত, পরিবহন এবং সংরক্ষণ নিষিদ্ধ করা হয়েছে। আইন অমান্য করা হলে জেল ও জরিমানা বা উভয় দ-ের বিধানও রাখা হয়েছে।

জেলা মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইলিশ গবেষক আনিসুর রহমান বলেন, এর আগে ১৫ দিন এ নিষেধাজ্ঞা জারি ছিল। চলতি বছরেই মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে ২২ দিন করা হয়েছে।

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ৯:০০ এএম, ১১ সেপ্টেম্বর ২০১৬, রোববার
ডিএইচ

Share