মতলব উত্তর

মা ইলিশ ধরার অপরাধে ৩ জেলের ২ মাসের কারাদণ্ড

মেঘনা নদীর চাঁদপুরের মতলব উত্তর উপজেলা নৌ-সীমানায় সরকারি নিষেধাজ্ঞা অমান্যাকরে মা ইলিশ ধরায় ৩ জেলেকে ২ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুর ১২টায় মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই কারাদণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার।

দন্ডপ্রাপ্ত জেলেরা হচ্ছেন- মুন্সিগঞ্জ জেরার চর আবদুল্লাহ দাদন মিয়ার ছেলে মহসিন (২০), মৃত. মতি মাতাব্বরের ছেলে দাদন মিয়া (৪০) ও দুদু মিয়ার ছেলে মামুন মিয়া (২৮)।

মতলব উত্তর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাখাওয়াত হোসেন জানান, মা ইলিশ রক্ষার্থে সোমবার রাত পর্যন্ত উপজেলা টাস্কফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার আমিরাবাদ থেকে শুরু করে ষাটনল পর্যন্ত এলাকায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে এসব জেলেদের আটক করা হয়। ২৫ সেপ্টেম্বর থেকে আগামী ৯ অক্টোবর পর্যন্ত চাঁদপুরের পদ্মা মেঘনার ৬০ কিলোমিটার এলাকায় মা ইলিশ রক্ষায় জাল ফেলে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়।

মতলব উত্তর উপজেলার মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. শাহ আলম আটক ও কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী ২২ অক্টোবর পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিবেদক- খান মোহাম্দ কামাল
: : আপডেট, বাংলাদেশ ১:২৩ পিএম, ০৩ অক্টোবর, ২০১৭ মঙ্গলবার
ডিএইচ

Share