জাতীয়

মা ইলিশ ধরার অপরাধে ১৭৮ জেলেকে সাজা

নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ১৭৮ জেলেকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

তৃতীয় দিন ১৬ অক্টোবর শুক্রবার পর্যন্ত অভিযানে ৩ দশমিক ৩৬ টন ইলিশ মাছ আটক করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

দেশের আটটি বিভাগে ৪৪২টি ভ্রাম্যমাণ আদালতের মোট ৩ হাজার ৫৯টি অভিযানে ১৭৮ জন জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা, মোট ৬ লাখ ৬৪ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি ২৭৩টি মামলা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব অভিযানে ৯ কোটি ১৩ লাখ ৪ হাজার টাকা মূল্যের ৬৫ লাখ ৯৯ হাজার ২০০ মিটার কারেন্ট জালসহ ৪৪৫টি অবৈধ জাল জব্দ হয়েছে।

১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন দেশব্যাপী ইলিশ আহরণ, পরিবহণ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় নিষিদ্ধ করেছে সরকার।

এই ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহণ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় আইনত দণ্ডনীয় অপরাধ।

আইন অমান্যকারীকে কমপক্ষে একবছর থেকে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান আছে।

ঢাকা ব্যুরো চীফ, ১৭ অক্টোবর ২০২০

Share