যে দিন আমি এসেছিলাম,
এই পৃথিবীতে।
আদর করলে বুকে নিয়ে
একটু মুচকি হেসে।
.
আদর করে চুমু খেলে,
আমার রক্ত মাখা গায়ে ।
সব কষ্ট মা ভূলে গেলে,
আমার মুখটি দেখে ।
.
প্রসব ব্যথা ভুলে গিয়ে,
নিলে বুকের কাছে।
তাইতো আমার জান্নাত মাগো
তোমার পায়ের নিচে।
.
রক্তমাংস খেয়ে তোমার,
এলাম ভবে আমি।
খোদার পরে তোমার স্থান,
সেটা আমি জানি।
তোমার ঋণ শোধ হবার নয়,
এটাও আমি মানি।
.
শরীফুল ইসলাম (নাঈম)
কচুয়া, চাঁদপুর।
সোমবার, ১৫ জুন ২০১৫ ০৭:১৩ অপরাহ্ন
চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস ডট কম-এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।